ভোক্তা অধিকার গাজীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি

Uncategorized জাতীয়

গাজীপুর প্রতিনিধি ঃ মঙ্গলবার ১০ মে, বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, গাজীপুর এর সার্বিক সহযোগীতায় গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাগফুর রহমান এর নের্তৃত্বে গাছা থানাধীণ বোর্ড বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

এসময় ধার্য মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, অতিরিক্ত তেল মজুদ ও প্রতিশ্রুত পন্য যথাযথভাবে প্রদান না করার অপরাধে গাজীপুর জেলা কার্যালয় কর্তৃক ২ (দুই) টি প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা এবং ঢাকা বিভাগীয় কার্যালয় কর্তৃক ১ (এক) টি প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন