ভোক্তা অধিকার কর্তৃক রংপুরে বাজারে ভোজ্য তেলের উপর তদারকি অভিযান পরিচালনা

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১০ মে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর মাহিগঞ্জ ও নব্দীগঞ্জ বাজারে ভোজ্য তেলের উপর তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারসাজির মাধ্যমে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি, বোতলজাত তেলের ক্ষেত্রে গায়ের মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রয় ও মূল্য টেম্পারিংসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মজুদকৃত তেল তৎক্ষনাৎ উপস্থিত ভোক্তাবৃন্দের নিকট বিক্রয় করা হয়।

এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।


বিজ্ঞাপন