ঢাকা -আরিচা মহা সড়কে এস আই হেলালের সাহসিকতায় বেঁচে যায় ২০-২৫ জন যাত্রী, এক পুলিশ সদস্য ও তিন যাত্রী আহত

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশে যোগ হলো আরেকজন দুঃসাহসী বীরের বীরত্বেের কাহিনি, এ যেন সিনেমার দৃশ্য কে ও হার মানিয়েছ এস আই হেলালের দুঃসাহসিক দায়িত্বপরায়নতা। হ্যাঁ আমরা পাঠকের উদ্দেশ্যে তুলে ধরছি এস আই হেলালের জীবন বাজি রেখে দুঃসাহসিক দায়িত্বপরায়ন্তার কাহিনি।
ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুত গতিতে ছুটে চলছিল যাত্রীবাহী এক বাস। হঠাৎ সেই বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। একইসঙ্গে বাসের যাত্রীরাও ডাকাত ডাকাত করে চিৎকার করতে থাকেন।
মহা সড়কে দায়িত্বরত অবস্থায় সেটি দেখে ফেলেন পুলিশের এক কর্মকর্তা। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়েন সেই বাসে।

ধারালো ছুরি হাতে রাখা ডাকাতকে ধরে ফেলেন। সে পুলিশের নাম এস আই হেলাল এর এই সাহসিকতায় বেঁচে যায় প্রায় ২০-২৫ জন যাত্রী। এ ঘটনায় এক পুলিশ সদস্য ও তিন যাত্রী আহত হয়েছেন।


বিজ্ঞাপন