ভোক্তা অধিকার মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালিত

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ৩০ মে, দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

নিউ মডার্ণ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে মনিটরিং কালে দেখা যায় যে, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন ও সার্জারির প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ করা হচ্ছে, সেবার মূল্য তালিকার চেয়ে টেস্টের দাম বেশি রাখা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ টেস্টিং রিএজেন্ট প্যাথলজি ল্যাবে সংরক্ষণ করা হচ্ছে। প্রতিষ্ঠান টিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন