বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে জনসচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠান আয়োজনকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে দেশের বিভিন্ন শিল্প উদ্যোক্তাগণকে সম্পৃক্ত করে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে জনসচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠান আয়োজনকল্পে গত রবিবার ২৯ মে পরিবেশ অধিদপ্তরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্প-প্রতিষ্ঠানসমূহ স্কয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, ওরিয়ন গ্রুপ, এনভয় টেক্সটাইল লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ, ওয়ালটন গ্রুপ, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত শিল্প-প্রতিষ্ঠানসমূহ কর্তৃক পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্ব-স্ব প্রতিষ্ঠান কর্তৃক ইতিমধ্যে গৃহীত এবং গৃহীতব্য কার্যক্রমসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভাপতি শিল্প-প্রতিষ্ঠানসমূহকে সামাজিক দায়বদ্ধতার অংশ (করপোরেট সোসাল রেসপনসেবলিটি ) হিসেবে পরিবেশ সচেতনতামূলক মেসেজ সম্বলিত টি-শার্ট বিতরণ, মোবাইল অপারেটরদের মাধ্যমে পরিবেশ বিষয়ক মেসেজ প্রেরণ, স্ব-স্ব ওয়েবসাইটে পরিবেশ সচেতনতামূলক বার্তা/পোস্টার প্রদর্শন, পরিবেশ বৃত্তি প্রবর্তন, পরিবেশবান্ধব উদ্ভাবনী প্রযুক্তির প্রসার, স্ব-স্ব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।


বিজ্ঞাপন