!! মিথ্যা মামলা হলে ঘুষ দেওয়ার কি প্রয়োজন!! ক্ষুদ্র ঋণের নামে এ কেমন শোষণ !!
নিজস্ব প্রতিবেদক ঃ ১৭৬ জন কর্মচারীর করা মামলায় ২৪ কোটি টাকা ঘুষ দিয়েছেন ড. মুহম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের দরিদ্র গ্রাহকদের টাকা ঘুষ আর লবিস্টের পেছনে ব্যয় করেছেন তিনি।
বকেয়া লভ্যাংশের দাবিতে ১৭৬ জন কর্মচারীর করা মামলায় ৪৩৭ কোটি টাকা দিবে বলে জানায় গ্রামীণ টেলিকম। আর এর বিনিময়ে শ্রমিকেরা ড. ইউনুসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করবে বলে জানায় শ্রমিক ইউনিয়নের আইনজীবী মো. ইউসুফ আলী এবং গ্রামীণ টেলিকমের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। কিন্তু সেই বকেয়া পরিশোধ না করে বরং শ্রমিক ইউনিয়নের একাউন্টে ২৬.২২ কোটি টাকা দেওয়া হয় যা পরে দুই আইনজীবী ও তিন শ্রমিক নেতাকে দেয়।
গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বছরের পর বছর ধরে গ্রামের সহজ সরল নারীদের শ্রম-ঘামের পয়সা নিজের পকেটে পুরেছেন তথাকথিত গরীবের ব্যাংকার ড. ইউনুস। গ্রামীনফোনের দ্বারাও অন্যের হক মেরে চলেছেন তিনি।
গ্রামীণফোনের ৩৪% শেয়ারের মালিক গ্রামীণ টেলিকমের লাভের টাকা দরিদ্র নারীদের জন্য ব্যয় করার কথা থাকলেও সেই টাকা ড. ইউনুস ঘুষ ও লবিস্ট নিয়োগের পেছনে ব্যয় করছেন।