কুটনৈতিক প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ১৪ জুলাই, পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন (এমপি)। দুই দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় পৌঁছেছেন ।
নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে এইচএফএমকে স্বাগত জানান কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সেক্রেটারি অফ স্টেট মিস্টার কোয়ং।
তার সফরকালে ড. মোমেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এইচই মিস্টার হুন সেন এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এইচই প্রাক সোখোনের সঙ্গে দেখা করবেন।
বৈঠকে, ড. মোমেন পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করবেন এবং কম্বোডিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং আসিয়ানের সাথে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে মত বিনিময় করবেন।
কম্বোডিয়া বর্তমান আসিয়ান চেয়ার।
ড. মোমেনের পদ্মা সেতু ও আঞ্চলিক সংযোগ বিষয়ে জাতীয় কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।