সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরে সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শেখ কামালের স্মৃতিচারণ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ সহ এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ইউএনও উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন একজন দেশপ্রেমী ও তারুণ্যের প্রতীক। তিনি সাংস্কৃতিক ও সাংগঠনিক মনা মানুষ ছিলেন বলেই আবাহনীর মতো একটি ক্রীড়া সংগঠন সৃষ্টি করে ছিলেন। তিনি বঙ্গবন্ধু তথা প্রধানমন্ত্রীর সন্তান হয়েও অতি সাদামাটা জীবনযাপন করেছেন। তার ত্রিমুখী প্রতিভা ও মানবিকতা ছিল সত্যিই অবিস্মরনীয় বলেও উল্লেখ করেন তাঁরা।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/08/received_599575554965394.jpeg)