ভোক্তা অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের তদার‌কি অভিযানে ৩ টি প্রতিষ্ঠান কে ২১ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৫ সে‌প্টেম্বর, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার বিজয়পুর বাজা‌র এলাকার নিত‌্যপ‌ণ‌্য ও ফা‌র্মেসীগু‌লো‌তে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ এবং অনু‌মোদনহীন পণ‌্য ফা‌র্মেসী‌তে সংরক্ষণ করায় মেসার্স মে‌ডি‌সিন হাউজ‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ক‌রে ধ্বংস করা হয়।
ভোক্তা‌তে প্রতিশ্রুত মি‌ষ্টি যথাযথভা‌বে সরবরাহ না করায় মেসার্স মামার বা‌ড়ি সুইটস এন্ড ফাস্টফুড‌কে ৩ হাজার টাকা এবং অনু‌মোদনহীন পণ‌্য বিক্রয় করায় আল ম‌দিনা কন‌ফেকশনা‌রি‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা সহ ৩ টি প্রতিষ্ঠান‌কে ২১ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।
এছাড়াও আজ উক্ত এলাকার মু‌দি, ফল, মাছ, মাংস ও সবজির দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।
সকাল সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *