নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে জনমুখী পুলিশি সেবার অনন্য উদ্যোগের মধ্য দিয়ে তিন বছর পূর্ণ করলেন মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।
কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার পরই স্বচ্ছতা ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন তিনি।
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অধীনে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন, হটলাইন সেবা চালু, অনলাইন জিডি কার্যক্রম শুরু এবং প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়ষ্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রম বেগবান করার জন্য উদ্যোগ গ্রহণ করেন ।
উন্নত দেশের উপযোগী করে ডিএমপিকে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে চলেছেন পরিবর্তনের অগ্রদূত কর্মবীর পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) এর জন্য নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন।