!! দুদক কর্তৃক দায়েরকৃত মামলার রায় ঘোষণা পোস্ট মাস্টার শ্রীবাস চন্দ্র দে কে মোট ৯ বছরের জেল ও ২৫,৬০,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ প্রতারণামূলকভাবে জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে বরখাস্তকৃত পোস্ট মাস্টার শ্রীবাস চন্দ্র দে কে মোট ৯ বছরের জেল ও ২৫,৬০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

স্পেশাল জজ কোর্ট নোয়াখালী এর বিচারক জনাব এ.এন.এম মোরশেদ খান সোমবার ১৯ সেপ্টেম্বর প্রচারিত রায়ে মামলার একমাত্র আসামী শ্রীবাস চন্দ্র দে, বরখাস্তকৃত পোস্ট মাস্টার, দত্তপাড়া, উপ ডাকঘর, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, পিতা- নারায়ণ চন্দ্র দে, মাতা- শিবানী রানী দে, স্থায়ী ঠিকানা-গ্লাম রাধাপুর, ডাকঘর- রাধাপুর, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর কে ১৮৬০ সালের পেনাল কোডের ৪০৯ ধারায় দোষী সাব্যস্থ করে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫,০০,০০০ টাকা অর্থদণ্ড ও পেনাল কোডের ৪২০ ধারায় দোষী সাব্যস্থ করে ১(এক) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩(তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।

আসামীর বিরুদ্ধে প্রদত্ত সাজা সমূহ অব্যাহত ভাবে (Simultaneously) চলবে।
রায় প্রচার কালে আসামী আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করেন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামি শ্রীবাস চন্দ্র দে ৬ (ছয়) জন আমানতকারীদের কাছ থেকে ৩৮,২৭,০০০ টাকা নিয়ে পাশবইতে লিখলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি আত্মসাত করেন এতে দণ্ডবিধি ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। একারনে কমিশনের অনুমোদন নিয়ে তদন্তকারী কর্মকর্তা সুবেল আহমেদ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *