অভয়নগরে এসএসসির ৫০ টি খাতা হারানোর ১৩ ঘন্টা পর উদ্ধার

Uncategorized অন্যান্য



অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে হারিয়ে যাওয়া খাতার বান্ডিল বুধবার সকালে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থান থেকে উদ্ধার করা হয়।

উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এসএসসি পরীক্ষার পরীক্ষক এম এম বোরহান উদ্দীন বলেন, মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজী বিষয়ের ৫০টি খাতার একটি বান্ডিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল থেকে নওয়াপাড়া-ধোপাদী সড়কের কোনো এক স্থানে পড়ে যায়। খাতার বান্ডিল হারানোর পর আমি সারারাত অনেক খোঁজা-খুঁজি করেছি। ১৩ ঘণ্টা পর আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকা খাতার সন্ধান মেলে। পরে আমি নিজে গিয়ে খাতার বান্ডিল উদ্ধার করি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *