ফেণীর পশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ও ব্যাতিক্রমী ডে কেয়ার রুম চালু

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ ফেণীর পশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ও ব্যাতিক্রমী সাজে সজ্জিত
ডে কেয়ার রুম (Day-care room) চালু হয়েছ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, ফেনীর সিভিল সার্জন ডাঃ রফিক-উস্- ছালেহীন এর নির্দেশনায় পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল খালেক এর তত্ত্বাবধানে এই সেবাটি চালু হল! গতকাল মঙ্গলবার ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত রুমের কার্যক্রম শুরু হল |

উক্ত রুমে হাসপাতালে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী মায়েদের শিশু সন্তানদের দিবাকালীন দেখাশুনার পাশাপাশি খেলাধুলা, ছবি আকাঁ, অক্ষর পরিচিতি ও চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে | এর ফলে কর্মজীবি মায়েরা নিশ্চিন্ত মনে কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন তাছাড়াও অনেক শিশু একসঙ্গে থাকার কারণে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ যথাযথভাবে হয়ে থাকে!


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *