রমজান কাদিরভকে রাশিয়ার তৃতীয় সর্বোচ্চ সামরিক পদে পদোন্নতি

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ চেচেন নেতা রমজান কাদিরভকে রুশ সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদায় ভূষিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে কর্নেল জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন।
চলতি সপ্তাহে রমজান কাদিরভ মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনে ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য।সম্প্রতি ইউক্রেনের লিম্যান শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের সমালোচনা করেছেন কাদিরভ। তিনি বলেছেন, লিম্যান থেকে সেনা প্রত্যাহারের আগে কর্নেল লাপিন তার ঘাঁটি সরিয়ে নিয়েছেন বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি লুহানস্কে।

লাপিনের বিরুদ্ধে গোলাবারুদ ও যোগাযোগের সরঞ্জামের সরবরাহ নিশ্চিত এবং রণক্ষেত্রের সেনাদের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থতার অভিযোগ তুলেছেন চেচেন নেতা। কাদিরভ বলেছিলেন, আমি হলে কর্নেল লাপিনকে একজন পদাতিক সেনা হিসেবে পদাবনতি করতাম। তার ব্যাজ কেড়ে নিতাম।

একটি অ্যাসল্ট রাইফেল হাতে ধরিয়ে দিয়ে রণক্ষেত্রের সম্মুখসারিতে পাঠাতাম। যাতে করে তিনি রক্ত দিয়ে লজ্জা ঢাকতে পারেন।
কট্টরপন্থী চেচেন নেতা রমজান কাদিরভকে এই পদে পদোন্নতি দেয়ার মাধ্যমে পুতিন যুদ্ধক্ষেত্রে আরো আগ্রাসী হবেন তার একটি বার্তা দিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *