নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর রামপুরা থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা কালে পিওর ডেইরী ফার্ম সুইটস এন্ড বেকারী, ৩১৬/১, ডিআইটি রোড, পূর্ব রামপুরা, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য “পাউরুটি, কেক, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক” বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য “কয়েল” বিক্রি এবং বাজারজাত করার অপরাধে মেসার্স ড্রিমকো কনজ্যুমার প্রোডাক্টস, পাইটি, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় ১০০০ কার্টন কয়েল জব্দ করা হয়।
এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ডেমরা থানাস্থ রাসেল সিলিং এন্ড সিএনজি স্টেশন, ডেমরা-আমুলিয়া-রামপুরা রোড, স্টাফ কোয়ার্টার, ঢাকা-১৩৬০, মুন ফিলিং স্টেশন (প্রাঃ) লিঃ, মিরপাড়া, নরাইবাগ, ডেমরা, ঢাকা-১৩৬০ এবং এইচটিএস রিফুয়েলিং (প্রাঃ) লিঃ, প্লট- ৪৮৬০, রামপুরা-বনশ্রী-ডেমরা লিংক রোড, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা-১২১৯ এ অভিযানকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।
উক্ত ভ্রাম্যমান আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এরকর্মকর্তা সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
