নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মঙ্গলবার ২৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর চান্দগাঁও থানাধীন খেজুর তলা এলাকা থেকে মোঃ সালাহ উদ্দিনকে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ১টি সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার করেন।
প্রাথমিক তদন্তে ধৃত মোঃ সালাহ উদ্দিন সিএনজি গাড়ী যোগে পাবর্ত্য জেলা রাঙ্গামাটি থেকে কম দামে দেশীয় তৈরি চোলাইমদ সংগ্রহ করে বেশি দামে বিক্রয় করার জন্য চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থান করছিল মর্মে জানা যায়।
