মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে বিনা মূল্যে ১শত কৃষকদের মাঝে ২ কেজি প্যাকেটের বঙ্গবন্ধু ধানবীজ (ব্রি-১০০) বিতারণ। (১৭ ডিসেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকার সময় নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে এ ধানবীজ বিতারণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রয়াত ডা.এসএ মালেকের মাগফেরত কামনায় দোয়া মাহ্ফিল ও বিজয় দিবস উপলক্ষে নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদের অহ্বায়ক ডা.তপন কুমার সরকার,সদস্য সচিব আবদুল্লাহ্ আল জাবের (লোটার্স) এর আয়োজনে ১শত কৃষকদের মাঝে বিনা মূল্যে ২ কেজি প্যাকেটের বঙ্গবন্ধু ধানবীজ (ব্রি-১০০) বিতারণ করা হয়েছে। দোয়া মাহ্ফিল ও কৃষকদের মাঝে ধানবীজ বিতারণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ড. আ ব ম ফারুক,সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদ,বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এ্যাড. সুবাস চন্দ্ৰ বোস,চেয়ারম্যান নড়াইল জেলা পরিষদ,নড়াইল পৌর-মেয়র আঞ্জুমান আরা,মো:সাইফুল ইসলাম,
আহ্বায়ক নড়াইল জেলা আওয়ামী মৎসজিবী লীগ,
অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদ ও সাবেক উপাচার্য,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিপ্রবি,মোহাম্মদ আলাউদ্দিন সভাপতি,ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ নির্বাচিত সিনেট সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়,সরদার মাহামুদ হাসান রুবেল সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ টীম সদস্য,নির্বাচন পরিচালনা কমিটি,বাংলাদেশ আওয়ামী-লীগ কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী-লীগ,এ্যাড. এস এ মতিন বীর মুক্তিযোদ্ধা ও সদস্য,নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদ,মো. মুসা মিয়া সাধারণ সম্পাদক,মিশকাতুল লিটু,নড়াইল উপজেলা বঙ্গবন্ধু পরিষদ,মো.জাহাঙ্গীর কবির সভাপতি,নড়াইল পৌর বঙ্গবন্ধু পরিষদ,ডা,শেখ আব্দুলাহ্ আল মামুন যুগ্ম-সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদ,মলায় কুন্ডু,সভাপতি নড়াইল পৌর-আওয়ামী-লীগ,সদস্য নড়াইল জেলা বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ কৃষক ও সাংবাদিকগণ প্রমূখ। এসময় বক্তা’রা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশের এক ইঞ্চি জমিও খালি থাকবেনা তারই ধারাবাহীকতায় ১শত কৃষকদের মাঝে বিনা মূল্যে বঙ্গবন্ধু ধানবীজ (ব্রি-১০০) বিতারণ করেছি। কৃষক বাচলে বাচবে দেশ তারই আলোতে হবে সোনার বাংলাদেশ বলেও জানান।
কৃষক’রা বিনা মূল্যে বঙ্গবন্ধু ধানবীজ (ব্রি-১০০) পেয়ে খুশি।