নিজস্ব প্রতিবেদক ঃ মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেধিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দরা
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি জহিরুল ইসলাম খান লিটনের নেতৃত্বে সকল কমিটি বৃন্দ ও সদস্য বৃন্দরা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি জহিরুল ইসলাম খান লিটন আজকের দেশ ডটকম কে জানান , বিজয় দিবস বাংলাদেশের সব মানুষের জন্য একটা অনুভূতির নাম। আর এ দিবসটিকে শুধু স্মরণ করলেই হবে না বরং দিবসটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। দেশের সবস্তরের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগিয়ে তুলতে হবে। রুখে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে। বীর শহীদদের স্মরণে অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন গুলোর মতো আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শ্রদ্ধা জানিয়েছে। আমরা চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা চির অম্লান হয়ে থাকুক।
এ সময় আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সকল কেন্দ্রীয় কমিটি বৃন্দ সদস্য বৃন্দ, বিভিন্ন জোন কমিটি বৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
