সিআইডি’র স্মার্ট ইনভেস্টিগেশন ত্রুথ ডিজিটাল ফরেনসিক এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১৮ ডিসেম্বর সিআইডি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে স্মার্ট ইনভেস্টিগেশন ট্রুথ ডিজিটাল ফরেনসিক এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

হাসিব আজিজ, অ্যাডিশনাল ডিআইজি, কমান্ড্যান্ট, ডিটিএস, সিআইডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে Korea International Co-operation Agency (KOICA) এর Kolly Kang, Deputy Country Director, KOICA Bangladesh, Mr. Kim Gibum, Project Manager, KOICA Bangladesh সহ সিআইডি’র ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, বিশেষ পুলিশ সুপার সহ অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ।

ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ Cho Eunbyul, Jang Yunsik, Chun Hyunwook ও Kim Junggon মোবাইল, কম্পিউটারসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে মুছে ফেলা তথ্য কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালাটি উপস্থাপন করেন বিশেষ পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন (লিগ্যাল এফেয়ার্স) ও পরিচালনায় ছিলেন এসোসিয়েট প্রফেসর ডঃ খাঁন সরফরাজ আলী, পিএইচডি, এমফিল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *