মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে যে সকল মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ আরিফুজ্জামান বিপ্লব (৩৬), পিতা-মৃত: আসাদুজ্জামান, সাং-বারো হাজার, থানা-আগৈলঝাড়া, জেলা-বরিশাল, এ/পি সাং-কাজী অফিস গলি, সোনাডাঙ্গা মডেল থানা; মোঃ সাজ্জাদ হোসেন রকি (২২), পিতা-মৃত: বেল্লাল হোসেন, সাং-হাউজিং বাজার পুরাতন কলোনী, থানা-খালিশপুর এবং সজিব রায়হান শোভন (২৫), পিতা-রফিকুল ইসলাম, সাং-বারাকপুর উত্তরপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসার দক্ষিণ পাশে, থানা-খালিশপুর, খুলনা। উল্লেখিত ৩ জন মাদক ব্যাবসায়ীকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।