Carry On বহাল ও CGPA বাতিলের দাবিতে খুলনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


পিংকি জাহানারা ঃ Carry On বহাল ও CGPA বাতিলের দাবিতে আজ সকাল সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাব চত্বরে খুমেক ৩১ ব্যাচের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এ সময় খুলনা মেডিকেল কলেজের ৩১ ব্যাচের শিক্ষার্থীরা CGPA বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন।
খুমেক ৩১ ব্যাচের শিক্ষার্থী অনিক ইসলাম বলেন,,, “”২১-২২ প্রজন্মের এমবিবিএস এবং বিডিএস এর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের চাপিয়ে দেওয়া হয়েছে এ দুটি সিস্টেম।

দুটি চরম মর্মান্তিক সিদ্ধান্ত। এ দুটি সিস্টেম আমাদের মেডিকেল প্রজন্মকে এমন একটি সিদ্ধান্তে দিয়েছে যে কোনো কিছুই সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছি না।পূর্ববর্তী প্রজন্মে CGPA সিস্টেম চালু ছিল না।

কিন্তু Carry On সিস্টেম ছিল।CGPA সিস্টেম আমাদের পড়ালেখাকে Divert করার জন্য চাপিয়ে দেওয়া হয়েছে।

যথাশীঘ্রই সম্ভব সিস্টেমটি বাতিল করতে হবে।নতুবা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।”” এ মানববন্ধনে অংশ নেয় খুমেক ৩১ ব্যাচের ১৮০ জন শিক্ষার্থী।

মানববন্ধন কর্মসূচি পালন করাকালীন প্রত্যেক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা যথা শীঘ্রই CGPA বাতিল এবং Carry On বহাল রাখার জোর দাবি জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *