নিজস্ব প্রতিবেদক ঃ পুলিশ সপ্তাহ – ২০২৩ এর তৃতীয় দিনের অন্যতম আকর্ষণীয় আয়োজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দের সাথে কর্মরত পুলিশ কর্মকর্তাগণের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত , এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
গতকাল সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ আড়ম্বরপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম এর সপ্রতিভ উপস্থিতি।
অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ কর্মকর্তাবৃন্দের এ মেলবন্ধন সর্বদা অটুট। বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যদের জন্য এ পুনর্মিলনী অনুপ্রেরণামূলক।
