মামুন মোল্লা (খুলনা) ঃ বুধবার ১ ফেব্রুয়ারি, বিকাল সাড়ে ৩ টায় বয়রা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, খুলনায় বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে একুশে বইমেলা-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
উক্ত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল এবং খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল হক।
এছাড়াও, উক্ত অনুষ্ঠানে খুলনাস্থ বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলোচনা সভায় অংশ নেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।
