খুলনায় বিএনপি’র জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


পিংকি জাহানারা : কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি,, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে সমাবেশে পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনাসহ দেশের বিভাগীয় শহরে সমাবেশ সফল করবে বিএনপি বলে জানান খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড.এস এম শফিকুল আলম মনা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি,বেলা সাড়ে ১২ টায় খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরী প্রেস ব্রিফিং এর আয়োজন করে খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড.শফিকুল আলম মনা’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল।

উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করাকালীন তিনি বলেন,,”” বেশকিছুদিন আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ৪ টি দল অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের নৌকা মার্কা ৪ জনের মধ্যে চতুর্থ হয়েছে।৪০০০ ভোট বাজেয়াপ্ত হয়েছে। তাহলে তারা জাতীয় দল হিসাবে কিভাবে দাবি করে।

তিনি আরো বলেন,, গতকাল দুটো উপ-নির্বাচন হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নির্বাচন থেকে সরে এসেছে।
কিভাবে ভোট কারচুপি করলো। ৬৬ টি কেন্দ্রে হিরো আলম অনেক ভোটে এগিয়ে ছিল।আমরা এই বলছি না যে বিএনপি নির্বাচনকে সমর্থন করে। বলতে চাইছি যে নিজেরা নিজেরা নির্বাচন করতে গিয়ে কিভাবে তাদের পরাজয় হচ্ছে।

এছাড়া উক্ত সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ঠু, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান,,খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নের্তৃবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *