নড়াইলে বাস ধর্মঘট প্রত্যাহার,ভোগান্তির অবসান ঘটিয়ে বাস চলাচল শুরু

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল শহরের মহাসড়কে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির অভিযোগে আটক দুই শ্রমিকের মুক্তির দাবিতে ডাকা বাস ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নড়াইল-যশোরসহ আটটি রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনের মালিক ও শ্রমিকে’রা। এ ধর্মঘটের কারণে বাসযাত্রী’রা ভোগান্তি পোহান। রাতে পুলিশের সঙ্গে উভয় পক্ষ বৈঠকে বসেন,বৈঠকের পর ওই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ বিষয়ে নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক বলেন,রাতে পুলিশের সঙ্গে বৈঠকের পর আটক দুই শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের কর্মসূচি প্রত্যহার করেছি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে,পুনরায় বাস চলাচল শুরু করছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাস থেকে চাঁদা তোলার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ,এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেয় নড়াইল জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী’রা। তাই অনেকেই গন্তব্যে বিকল্প পথে রওনা হন। নড়াইল পৌরসভায় মহাসড়কে বাস থেকে টাকা তুলছিলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিবি পুলিশ টাকা আদায়কারী খোকন বিশ্বাস ও সাকিব নামের ওই দুইজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *