মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা মতুয়া মিশন এর সম্পাদক অসীম পালের মায়ের প্রথম মৃত্যু বার্ষিকীতে নড়াইলে হাজার হাজার মতুয়া ভক্ত প্রেমীদের ঢল। নড়াইল জেলা মতুয়া মিশন এর সাধারণ সম্পাদক মতুয়া অসীম পালের স্বর্গীয় মাতা নেভা রানী পাল এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতুয়া মহাউৎসব ও আলোচনা সভায় হাজার হাজার মতুয়া ভক্ত প্রেমীদের উপস্থিতির মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়েছে। (২৪ ফেব্রয়ারি) শুক্রবার বিকালে জেলা মতুয়া মিশন এর আয়োজনে মতুয়া মিশনের সাধারণ সম্পাদক মতুয়া অসীম পালের স্বর্গীয় মাতা নেভা রানী পাল এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতুয়া মিশনের সাধারণ সম্পাদক অসিম পালের নিজ বাসভবন নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রাম ইউনিয়নের পাল পাড়া গ্রামে মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতুয়া মহাউৎসব ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মতুয়া ফেলারাম গোশাই। এসময় মতুয়া মহাউৎসবের শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আওয়ামী-লীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:নিজাম উদ্দিন খান নিলু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,মতুয়া তিতাস বিশ্বাস,যুগ্নসাধারণ সম্পাদক মতুয়া মিশন কেন্দ্রিয় কমিটি,শ্রিধাম ওড়াকান্দি কাশিয়ানী গোপালগঞ্জ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন,নড়াইল জেলা মতুয়া মিশন এর সহসভাপতি মতুয়া অলোক পান্ডে ও নড়াইল জেলা মতুয়া মিশন এর কোষাধ্যক্ষ মতুয়া অসিত মজুমদার।
স্বাগত বক্তব্য রাখেন,নড়াইল জেলা মতুয়া মিশন এর সাধারণ সম্পাদক মতুয়া অসীম পাল। ছাড়াও উপস্থিত ছিলেন,রতন কুমার হালদার,দেবাশিষ বাইন,রোটারীয়ান ড.আশরাফউজ্জামান,রোটারীয়ান ফরিদা ইয়াসমিন,মতুয়া নিহার কান্তি বিশ্বাস,মতুয়া মিন্টু বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই প্রদিপ প্রজ্জ্বলণ করেন,মতুয়া চার্য সম্পদ ঠাকুর,সভাপতি শ্রী শ্রী হরি গুরু চাদ মতুয়া মিশন যুব সংসদ কেন্দ্রীয় কমিটি কাশিয়ানি গোপালগঞ্জ। পুরোহিত্ত করেন,মতুয়া বিজয় গোশায় সভাপতি জয়পুর তারকধাম লোহাগড়া নড়াইল। অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ’রা তাদের মতুয়া দল নিয়ে হাজির হন সংগঠনের সাধারণ সম্পাদক মতুয়া অসীম পালের বাড়িতে,সেখানে ঢাক ঢোল পিটিয়ে পূজাঁ অর্চনা সম্পর্ণ করেন।