র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন গ্রেড-১ পদে পদোন্নতি

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বিদ্যমান দুইটি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) পদের বিপরীতে গ্রেড-১ এর দুইটি সুপারনিউমারারি পদে দুই কর্মকর্তাকে পদায়ন করা হলো।

পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাক্রমে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এর আগে চলতি ছরের ২৫ জানুয়ারি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পান।

এদিকে গতবছরের ৩০ সেপ্টেম্বর নবম মহাপরিচালক (ডিজি) হিসেবে র‍্যাবের দায়িত্ব নেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন।
মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিতি এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ এবং একবার ‘পিপিএম’ পেয়েছেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *