নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান প্রস্তুতি মনিটরিং এ দিনাজপুর জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে ১১ টি বেকারি ও কারখানায় অভিযান এবং প্রতিটি কারখানায় বিভিন্ন ত্রুটি বিচ্যুতি পাওয়ায় ১১ টি প্রতিষ্ঠানকেই কারণ দর্শানো নোটিশ প্রদান করা হবে।
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের উদ্যোগে দিনাজপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে ১১ প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে, প্রতিষ্ঠানগুলির নাম, ঠিকানা ও অনিয়মের অভিযোগ যথাক্রমে, মেসার্স মাসুম বেকারি
নয়নপুর, সদর, দিনাজপুর- ২৫ ধরণের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে এবং পাউরুটিতে অগ্রীম
তারিখ প্রদান করছেন। মেসার্স রকি বেকারি কাঞ্চনঘাট, বিরল, দিনাজপুর- কোন পণ্যের লাইসেন্স নেই, মেসার্স ইউসুফ হোম মেড, বৈরাগিবাজার, বীরগঞ্জ-কোন পণ্যের লাইসেন্স নেই, মেসার্স রুপা বেকারি গোলাপগঞ্জ, বীরগঞ্জ – কোন পণ্যের লাইসেন্স নেই, মেসার্স মহিম বেকারি কুমরপুর, বীরগঞ্জ – কোন পণ্যের লাইসেন্স নেই, মেসার্স মধুমতি বেকারি গরনূরপুর, কাহারোল – কোন পণ্যের লাইসেন্স নেই, মেসার্স সী গ্রিন ফুড প্রোডাক্টস লিমিটেড
মাকরাই, বীরগঞ্জ – কোন পণ্যের লাইসেন্স নেই, মেসার্স রাফা ফুড
নিমনগর, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সদর, দিনাজপুর- লাচ্ছাসেমাই পণ্যের লাইসেন্স নেই, মেসার্স হৃদয় এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড রাজবাটি, সদর, দিনাজপুর- কোন পণ্যের লাইসেন্স নেই, মেসার্স রোলেক্স বেকারি
বরইল, সদর, দিনাজপুর- লাচ্ছাসেমাই পণ্যের লাইসেন্স নেই এবং পাউরুটিতে উৎপাদন তারিখ ৯ ৩.২৩ ব্যবহার করছে,
এবং মেসার্স মদিনা বেকারি
যশাই মোড়, পার্বতীপুর, দিনাজপুর- কোন পণ্যের লাইসেন্স নেই
উক্ত অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে অংশ গ্রহণ করেন প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌশলী মোঃ মেসবাহ উল হাসান ও প্রকৌশলী মোঃ ইশতিয়াক আহম্মেদ , ফিল্ড অফিসার (সিএম) ।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
