সামরিক বিশ্লেষক : পাহাড়ে যৌথবাহিনি এবং সন্ত্রাসী গ্রুপের সংঘাতে বন্ধ হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
গত কয়েক মাস ধরে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ও নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার হিল ফিন্দাল শারক্বীয়া’র বিরুদ্ধে যৌথ বাহিনী লাগাতার অভিযান ও গোলাগুলির আতঙ্কে বিরূপ পরিস্থিতিতে পড়েছে শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্কুলে না আসায় রুমা উপজেলার দুর্গম এলাকার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে আছে।
এলাকায় খারাপ পরিস্থিতির কারণে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে সবাই ভয় পাচ্ছেন। এ কারণে ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন সবাই। যাদের সামর্থ্য আছে তারা অনেকেই ছেলে-মেয়েদের জেলা বা সদর উপজেলা নিয়ে লেখাপড়া করাচ্ছেন। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা গরিব।
বর্তমানে রুমার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরথাহ্ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসত্লাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রি প্রাংসা ইউনিয়নের পাকনিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুননুয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেসপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কয়েকটি বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধের পথে রয়েছে কয়েকটি। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)
