নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ১৬ মার্চ, এন্টি টেররিজম ইউনিট এর বিভিন্ন উইংয়ের দাপ্তরিক কার্যক্রমের সাথে সংযুক্ত সদস্যদের জন্য ৬ কর্মদিবস ব্যাপী আয়োজিত “অফিস ব্যবস্থাপনা কোর্স “এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যদের সনদ বিতরণ করেন এন্টি টেররিজম ইউনিট এর ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যদের অফিস ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনায় অর্জিত জ্ঞান ও দক্ষতা বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ সুপার (প্রশাসন) আবু আশ্রাফ সফলভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করায় অংশগ্রহণকারী সদস্যদের ও কোর্স সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কোর্স মূল্যায়ন উপস্থাপনা করেন পুলিশ সুপার (ট্রেনিং) শিরিন আক্তার জাহান।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (ট্রেনিং), সহকারী পুলিশ সুপার (রিসার্চ) ও ট্রেনিং উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।