অপু হত্যা মামলার ১৯ বছর পর রায় ;  ২ আসামীর ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ আসামী বেকসুর খালাস

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

পিংকি জাহানারা : দীর্ঘ ১৯ বছর পর খুলনার খালিশপুর থানাধীন পিপলস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আবু সালেহ অপু হত্যা মামলার রায় ঘোষণা করলেন আদালত। অপু হত্যা মামলায় ছয় আসামির মধ্যে দুইজনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চার জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ৮ মে ২০২৩,  বিকাল চারটায় খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর  বিচারক আব্দুস সালাম খান এ রায় দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।তিনি জানান,শিশু অপুকে নৃশংসভাবে হত্যা করে  দুর্বৃত্তরা।
পুলিশ লাশ উদ্ধার করে সঠিক তদন্ত করে  ৬ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। কিন্তু এই মামলা দীর্ঘদিন চলে। ২০০৪ সাল থেকে এ মামলাটি করে আসছি। হঠাৎ করে এ মামলাটি  শিশু হিসেবে এ মামলাটি গণ্য করে   ৩৩/২৩  শিশু আইন মোতাবেক  বিজ্ঞ আদালত দুইজনকে  তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চার জনকে বেকসুর খালাস দিয়েছেন।
মামলার আসামিরা হলেন কামরুল,, বাবু,, উজ্জ্বল,, শহিদুল, রাসেল,, রাজিব। এ রায়ে সংক্ষুব্ধ হয়েছি। তবে আমরা হাই কোর্টে  এ রায়ের বিরুদ্ধে  আপিল করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *