পিংকি জাহানারা : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভিসি ডক্টর শহিদুর রহমান খানের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলার প্রধান আসামি হিসাবে আনীত অভিযোগে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ৮ মে, দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন।
আদালত সূত্র থেকে জানা যায়,, আদালতে অভিযোগ কারী নারী একই বিশ্ববিদ্যালয় কর্মচারী। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী অফিসের আবাসিক রুমে থাকতেন সাবেক উপাচার্য। সেখানে রেজিস্টার ওই নারীকে খাবারের ব্যবস্থা করার দায়িত্ব দেন ২০২১ সালের ১৬ ডিসেম্বর খাবার পৌঁছে দিতে গেলে রেজিস্টারের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেন সাবেক উপাচার্য। এসময় কাউকে জানালে চাকরি না থাকার ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন ওই নারী।
ভুক্তভোগী নারী জানিয়েছেন, অভিযোগের বিষয়ে জানতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোঃ শহিদুর রহমান খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। চাকরি এবং সামাজিক অবস্থানের ভয়ে এতদিন বিষয়টি জানাতে পারেননি ওই ভুক্তভোগী নারী।
আজ আদালত এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
Post Views: 282