মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খালিশপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সোমবার ১৫ মে, সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মেগার মোড় সংলগ্ন ভাসানী স্কুলের পিছনে মুনমুনের বাড়ীর সামনে হতে ২ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ ইমাম হোসেন(২১), পিতা-মৃত: ওবাইদুল হক, সাং-চরকাকড়া নাজীরহাট, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, এ/পি সাং-হাউজিং এস্টেট ইস্ট ব্লক, থানা-খালিশপুর এবং মোঃ জয়নাল আবেদীন লিমন(২৫), পিতা-জলিল হাওলাদার, সাং-বাদুরতলী, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-ভাসানী স্কুলের পিছনে, থানা-খালিশপুর, খুলনা।
এ সময় গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।