বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিস কর্তৃক ৫৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের  উদ্যোগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত সার্ভিল্যান্স  অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট), চিপস ও বেকারী পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার কারণে ৫২ টি ক্লে-ব্রিকস (ইট), ১টি চিপস এর ফ্যাক্টরী ও ১টি বেকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ৫৪টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ নিয়মিত মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন

৫২ টি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলো যথাক্রমে, মেসার্স হক ব্রিকস (HBL), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স হক ব্রিকস-২ (HBL-2), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স বি বি এল-২ ব্রিকস (BBL-2), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স রয়েল ব্রিকস (RBL), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর,  মেসার্স এম বি সি ব্রিকস (MBC), হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স আর বি এল-২ ব্রিকস, রাজারামপুর, বগুড়াপাড়া, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স ইউনিক ব্রিকস ম্যানুফ্যাকচারিং (UBM), মধুপুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ইউনিক ব্রিকস ম্যানুফ্যাকচারিং-২ (UBM), মধুপুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স রয়েল ব্রিকস -১ (RBL), শুকানপুকুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ইউ বি এল ব্রিকস (UBL), দলপাড়া, ১০ নং মধুপুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স ইউ বি এল-২ (UBL), দলপাড়া, ১০ নং মধুপুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স ই বি এল ব্রিকস, রহমতের বাজার, মধুপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ইউ বি ব্রিকস (U*B), বোর্ডঘর, খিয়ারপাড়া, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স এম সি বি ব্রিকস, উত্তর বাউচন্ডি, আউলিয়াগঞ্জ, বদরগঞ্জ, রংপুর, মেসার্স মন্ডল ব্রিকস ম্যানুফ্যাকচারিং (MBM), শিবপুর, মথুরাপুর, গোপালপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স সাজু ব্রিকস লিঃ (SBL), ময়নাকুড়ি, বদরগঞ্জ, রংপুর, ন্যাশনাল ব্রিকস কোম্পানি (NBC), পাকারমাথা, মধুপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ফজিলা ব্রিকস কোম্পানি (FBC), জামুবাড়ী, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স এমবিএল ব্রিকস (MBL), খয়েরপুকুর রোড, কিসমত ঘাটা বিল, বদরগঞ্জ, রংপুর, মেসার্স শাহ বাদার্স ব্রিকস (SBB), কিসমত ঘাটাবিল, বদরগঞ্জ, রংপুর, মেসার্স রহমান ব্রাদার্স ব্রিকস(RBB), ঘাটাবিল,বদরগঞ্জ, রংপুর, মেসার্স জিবিএল ব্রিকস লি:(GBL-1), ঘাটাবিল, হাজীপুর, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স জিবিএল ব্রিকস -২ (GBL-2), বিষ্ণুপুর,তাতীপাড়া, বদরগঞ্জ, রংপুর, মেসার্স জনতা ব্রিকস (J-B), ট্যাক্সেরহাট, বদরগঞ্জ, রংপুর, মেসার্স এম বি বি ব্রিকস, ক্ষুদ্র বোলতাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী, মেসার্স কাদের ব্রিকস কোং, চিকলী বাজার, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী, মেসার্স মাহি ব্রিকস, মুসরত ধুলিয়া, শালতিবাড়ী, সৈয়দপুর, নীলফামারী,  মেসার্স এম এ বি অটো ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী, মেসার্স বিপিএল ব্রিকস, দোলুয়া, মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী, মেসার্স এ এস বি ব্রিকস-৩, দোলুয়া, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী, মেসার্স একতা ব্রিকস, দক্ষিণ পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স সোহাগী ব্রিকস, ধুলাউদাল, বড়পুকুরিয়া, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স এ কে ব্রিকস, পাটিকাঘাট, পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স জহুরা ব্রিকস, দক্ষিণ পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর, মেসার্স আইপি ব্রিকস, বড় জালালপুর, বাংলা হিলি, হাকিমপুর, দিনাজপুর, মেসার্স শামা ব্রিকস, আকচা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এস কে ব্রিকস, ফাড়াবাড়ী, আকচা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স বাড়ী ব্রিকস, নিমবাড়ী, আকচা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এ এম ব্রিকস, আকচা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এম জে বি ব্রিকস, দেওড়ীপাড়া, আকচা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স নীড় ব্রিকস, আকচা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স মা ব্রিকস, জগন্নাথপুর, বাহদুরপাড়া, সদর, ঠাকুরগাঁও, মেসার্স জেড এম বি ব্রিকস, গুদুরী বাজার, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এস কে ব্রিকস-২, চৌরঙ্গী বাজার, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এস এস ব্রিকস, পন্ডিতপাড়া, ফাড়াবাড়ীহাট, সদর, ঠাকুরগাঁও,  মেসার্স এস আই টি ব্রিকস, ঠাকুরের ঘাট, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এম জে বি ব্রিকস, দক্ষিণ আকচা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এম আর বি ব্রিকস, জগন্নাথপুর, পীড়বাড়ী, সদর, ঠাকুরগাঁও, মেসার্স আর ইউ এস ব্রিকস, ইয়াকুবপুর, সালন্দর, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এইচ কে বি ব্রিকস, সরদারপাড়া, দক্ষিণ বাটিনা, সদর, ঠাকুরগাঁও, মেসার্স এ বি ব্রিকস, জগন্নাথপুরম বাহাদুরপাড়া, সদর, ঠাকুরগাঁও, মেসার্স কে আর বি ব্রিকস, সদর, ঠাকুরগাঁও, পণ্যের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) বিহীন তাদের উৎপাদিত পণ্য ক্লে-ব্রিকস (ইট) বিক্রয়-বিতরণ করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ২১ ধারা লঙ্ঘন করায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ নিয়মিত মামলাগুলি দাখিল করেন।

মেসার্স আযান বেকারী, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী পণ্যের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) বিহীন তাদের উৎপাদিত পণ্য- বিস্কুট, কেক ও চানাচুর বিক্রয়-বিতরণ করায় এবং ৫৪. মোঃ শাহজাহান আরেফিন (৩৮), পিতা- জামাল উদ্দিন, শম্ভুগাও, কল্যাণী, বীরগঞ্জ, দিনাজপুর, মালিক, মেসার্স খন্দকার আব্দুল বাতেন ইবনে দাউদ পণ্যের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) বিহীন তাদের উৎপাদিত পণ্য- চিপস ও চানাচুর বিক্রয়-বিতরণ করা এবং অবৈধভাবে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড চিহ্ন  ব্যবহার করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ এর ২১ ও ১৫(১) ধারা লঙ্ঘন করেছেন বলে প্রতীয়মান হওয়ায় বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ নিয়মিত মামলা প্রেরণ করেন।

প্রসিকিউটর ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের  কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম),  ইশতিয়াক আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের  কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম),  ইশতিয়াক আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর  বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *