২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে আইজিপি

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ বুধবার, ১ নভেম্বর,  সকালে গত ২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।


বিজ্ঞাপন

তিনি তাদের শয্যাপাশে অবস্থান করে কর্তব্যরত চিকিৎসকদের কাছে থেকে চিকিৎসার খোঁজখবর নেন।


বিজ্ঞাপন

আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে চিকিৎসকরা আইজিপি মহোদয়কে অবহিত করেন।

আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেয়ার জন্য তিনি চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আইজিপি একই দিনে বিএনপি নেতাকর্মীদের হাতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যেরও চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *