বাগেরহাটের শরণখোলায় দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজইবিলিটি ইন ডেভেলপমেন্ট(সিডিডি) এর আয়োজনে প্রতিবন্ধিতা অন্তভূক্তি মূলক দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় উপজেলার রাজৈর বাসস্টান্ড সংলগ্ন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক এর সভাপতিত্বে ও সাংবাদিক শামিম হাসান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপসিথত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়রম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, রেজা, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আফতাব-ই-আলম, খোন্তাকাটা ইউনিয়ন সিপিপির টিমলিডার ও সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন শাহজাহান, উন্নয়ন সংস্থা সিডিডির প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার জাহান ও মনিটরিং অফিসর মেহেদী হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাওসার হোসেন, সাংবাদিক নঈন আবু নাইম, সিডিডির রিহ্যাবিলিটেশন অফিসার শহিদুল ইসলাম, কমিউনিটি মবিলাইজার সনিয়া আক্তার।

অনুষষ্ঠানে দূর্যোগের আগে ও পরে করণীয় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয় যা থেকে দূর্যোগের সময় এলাকাবাসী উপকৃত হবে বলে তারা মনে করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *