জেলা পুলিশ শরীয়তপুরে বার্ষিক পরিদর্শন প্যারেড ,রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন, বিশেষ কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (শরীয়তপুর) :  আজ রবিবার  ৮ ডিসেম্বর,  এ কে এম আওলাদ হোসেন, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা, শরীয়তপুর জেলার মাস্টার প্যারেড পরিদর্শন,রিজার্ভ অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। শরীয়তপুর জেলায় আগমন উপলক্ষে ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম সেবা, পুলিশ সুপার, শরীয়তপুর। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল ঢাকা রেঞ্জ ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করেন।


বিজ্ঞাপন

শরীয়তপুর জেলা সফর উপলক্ষে ড্রিল শেড, পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়।এ সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,পিপিএম সেবা।


বিজ্ঞাপন

জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতা সহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।

এছাড়া জনগণের বন্ধু হয়ে পুলিশকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখা সহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি, ঢাকা রেঞ্জ ।

বিশেষ কল্যাণ সভা শেষে সম্মেলন কক্ষ, পুলিশ সুপারের কার্যালয় শরীয়তপুরে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অপরাধ সভায় অংশগ্রহন করেন ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শরীয়তপুরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার সকল থানা-ফাঁড়ি, ডিবি, ডিএসবি, ট্রাফিক, সদর কোর্ট, পুলিশ লাইন্স, পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *