পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেন।
কর্মসূচির মধ্যে ছিল উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা ও বিতর্ক প্রতিযোগীতা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির আহবায়ক এস.এম আহসান কবির, সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলতাফ হোসেন।
এ ছাড়াও আরও বক্তব্য রাখেন, জামায়েত ইসলামের উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন প্রমুখ। বিতর্ক প্রতিযোগীতায় সরকারি বালক বিদ্যালয় শিক্ষার্থীরা ১ম স্থান অধিকার করেন।