নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সীমান্ত নদী জাদুকাটায় পরিবেশধ্বংসী সেইভ মেশিনে, নদীর পাড় (তীর) কেটে খনিজ বালি পাথর উক্তোলন বন্ধ করণ সহ জাদুকাটার নৌপথে নৌযান থেকে সব ধরণের চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর তীরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিবেশ, প্রতিবেশ প্রকৃতির ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে সীমান্ত নদী জাদুকাটার দু’তীর জুড়ে দিবারাত্রী পাড় (তীর) কেটে,পরিবেশধ্বংসী সেইভ মেশিনে প্রতিনিয়ত বালু মহাল ও মহাল বহির্ভুত সীমানায় খনিজ বালি পাথর চুরি লুপাট, বালি পাথর বাহি নৌযান থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জাদুকাটা নদীর তীর কাটার সাথে জড়িত সকল বালি পাথর খেকোচক্রদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এই জেলার মানুষ শান্তি প্রিয় মানুষ, চোখের সামনে এমন নদীর পাড় কেটে,শত শত পরিবেশধ্বংসী অবৈধ সেইভ মেশিন দিয়ে দিবারাত্রী কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি লুপাট করে নিয়ে যাচ্ছে অতচ স্থানীয় থানা পুলিশ,বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কিছু অসৎ অফিসারগণের,প্রশাসনের দায়িত্ব্শীলরা নিরব ভুমিকা রেখে নিজেদের আঁেখর গোছাচ্ছেন রাষ্ট্রীয় সম্পদ লুপাট করিয়ে।
বক্তারা সমাবেশে প্রশাসন ও থানা পুলিশ, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র’র দায়িত্বশীলরা জাদুকাটার দু’তীর জুড়ে দিবারাত্রী পাড় (তীর) কাটা, পরিবেশধ্বংসী সেইভ মেশিনে প্রতিনিয়ত বালি মহাল, মহাল বহি:র্ভুত সীমানায় খনিজ বালি পাথর চুরি, লুপাট, বালি পাথর বাহি নৌযান থেকে চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে জেলার সকল শ্রমিক জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কঠোর আন্দোলন কর্মসুচীর ডাক দেয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা পরিবেশধ্বংসী সেইভ মেশিনে ও নদীর পাড় কেটে বাইল পাথর লুটে চুরিতে তাহিরপুর থানাওসি দেলোয়ারের গোপন মদদ রয়েছে বলেও ইঙ্গিত প্রদান করেন। যে কারনে রয়্যালটি আদায়ের সাথে আরো ২ টাকা হারে প্রতিঘনফুট বালি পাথর থেকে প্রতিদিন অতিরিক্ত কয়েক লাখ টাকা চাঁদা নেয়া হচ্ছে ওসির ইশারায়।
সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলালের সঞ্চালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডাররশনের উপদেষ্ট অধ্যাপক আব্দুল্লাহ ,সংগঠনের সুনামগঞ্জ পৌর কমিটির সভাপতি জসিম উদ্দিন,সদর উপজেলা কমিটির সভাপতি কাজী হাসান আলী মাস্টার, তাহিরপুর উপজেলার শাখার সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ,আব্দুস শহিদ গাজী, ফরিদ উদ্দিন, আবিকুল হক প্রমুখ।