আখাউড়ায় ভূমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে ভূমি দখলচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দানিজ মিয়া নামের এক ব্যক্তি। সোমবার (৬ অক্টোবর ) দুপুরের দিকে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তব্যে দানিজ মিয়া অভিযোগ করেন, একই গ্রামের মো. হারিজ মোল্লা , মো. জাহাঙ্গীর মোল্লা ও মো. বাবু মোল্লা নামের তিনজন দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা করে আসছেন।

তিনি বলেন, “আমি আমার পৈতৃক জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু তারা ওই জমি দখলের উদ্দেশ্যে একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ ঘটনায় তারা আমার ঘরের টিনের বেড়া ও চাল ভেঙে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।” এমনকি তারা আমার বাক প্রতিবন্ধি স্ত্রী মমতাজ বেগমকে হুমকি দেয়।


বিজ্ঞাপন

দানিজ মিয়ার দাবি, বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— কাজী আমিনুল হক আমান, খলিল মিয়া, মাসু মিয়া।

দানিজ মিয়া প্রশাসনের কাছে জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *