পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে চীন ও ভিয়েতনামের তুলনায় এগিয়ে বাংলাদেশ

অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে চীন ও ভিয়েতনামের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৬ দশমিক ৮১ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়েছে ২০ দশমিক ৪৫ শতাংশ। আর এ ক্ষেত্রে ২৬ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে চীনের।যুক্তরাষ্ট্র সরকারের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানির পরিসংখ্যান নিয়ে ওটেক্সা তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। তাতে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি বাড়িয়েছে প্রায় ২৭ শতাংশ।\হচীন ও ভিয়েতনাম পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান দুই প্রতিযোগী দেশ। আর একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের পোশাক রপ্তানির প্রধান বাজার। উদ্যোক্তারা বলছেন, করোনায় সরবরাহ চেইন বিঘ্নিত হলেও রপ্তানির বাজারে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। আর বড় কোনো জটিলতা না থাকলে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে টপকে আবারও দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার করতে পারবে বাংলাদেশ।


বিজ্ঞাপন