পুলিশ অফিসার কর্তৃক ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি ঃ বরিশাল নগর পুলিশের আওতাধীন ওয়ার্ড পর্যায়ে পুলিশ অফিসার কর্তৃক কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় ১২ এপ্রিল, কাউনিয়া থানাধীন ০২নং ওয়ার্ডের ৪নং বিট, চরআইচা ০৩ নং ওয়ার্ডের ১৭নং বিটে সংশ্লিষ্ট বিট অফিসার কর্তৃক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মতবিনিময় কালে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব প্রতিরোধ , ডিজিটাল ডিভাইস, মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশ অফিসার কর্তৃক
সচেতনতামূলক বক্তব্য রাখেন।

জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে তরুণ সমাজ সহ সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও যে কোন অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের উদ্দেশ্য।

উল্লেখ্য যে, বরিশাল মেট্রোপলিটন এলাকার ০৪ থানাধীন সকল ওয়ার্ডে প্রতি মাসে একবার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন