ভারত থেকে আসা রোহিঙ্গাদের ভারতেই পুশব্যাক করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ দশ লক্ষাধিক রোহিঙ্গার ভারে বিপর্যস্ত বাংলাদেশ। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকে হঠাৎ আসা রোহিঙ্গার ঢলে এই চাপ বাড়ছে আরও। বেশিরভাগই দালালচক্রের হাত ধরে আসছে জম্মু-কাশ্মির থেকে। তাদের রাখা হচ্ছে কক্সবাজারের উখিয়ায় ট্রানজিট ক্যাম্পে। তবে নতুন করে কেউ আসলে ভারতেও পুশব্যাকের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
যারাই (রোহিঙ্গা) এখন বাংলাদেশে আসবে তাদের ভারতেই পুশব্যাক করে দেয়া হবে। মূলত রোহিঙ্গারা তাদের আত্মীয়দের কাছ থেকে শুনেছে, বাংলাদেশে তারা ভালো আছে, আইন শৃঙ্খলা ভালো।
তাই ওই দেশের দালালের সহায়তায় তারা বাংলাদেশে চলে আসছে। আবার আমাদের দেশের এক শ্রেণির দালাল দ্বারা তারা উখিয়া ক্যাম্প পর্যন্ত চলে আসছে। এসব বন্ধ করা খুবই জরুরি।মিয়ানমারকে চাপ অব্যাহত রেখে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে।


বিজ্ঞাপন