নড়াইলে দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে পরিবারের দাবী,চেয়ারম্যান রাজনিতীর শিকার

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল লোহাগড়ায় সরকারি সহায়তার আওতায় বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর দায়ের করা মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী-লীগের সহসভাপতি মোঃমতিয়ার রহমান এবং চাল ব্যবসায়ী মোঃশাহাবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসময় মামলার আরেক আসামি খাদ্য গুদাম কর্মকর্তা কামরান হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।
আজ (২৪ জুলাই) রবিবার দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আমীনুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে আসামি’রা জামিনের আবেদন করলে,আদালত শুনানি নিয়ে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদক সূত্রে জানা যায়,গত (১৯ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেন। মামলার ১ নং আসামি করা হয় কাশিপুরের ইউপি চেয়ারম্যান মোঃমতিয়ার রহমানকে,এছাড়া খাদ্য গুদাম কর্মকর্তা কামরান হোসেন ও চাল ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমানকেও মামলায় আসামি করা হয়। দুদক আরো জানান,মামলা দায়েরের পর চেয়ারম্যান মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই জামিনের মেয়াদ শেষ হলে আসামিরা নিম্ন আদালতে জামিন আবেদন নিয়ে হাজিরা দিতে এসলে আদালত তাদের কারাগারে পাঠান। জানা যায়, ২০১৯ সালে ইদুল আজহা সামনে রেখে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ৪১ দশমিক ৫০ মেট্রিক টন বরাদ্দ করা চাল থেকে ৩ দশমিক ৬০ টন চাল ব্যবসায়ী মোঃশাহাবুর রহমানের কাছে বিক্রি করে দেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। ওই বছরের ৯ আগস্ট খাদ্য গুদাম থেকে ওই চাল খালাস করে কালোবাজারে বিক্রির জন্য নড়াইলে নেওয়ার পথে নড়াইল-যশোর সড়কের চৌগাছা চায়না প্রজেক্টের সামনে থেকে লোহাগড়া থানা পুলিশ দুই নসিমনে থাকা ১২০ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মতিয়ার রহমানের পরিবারের সদস্য’রা জানান,চেয়ারম্যান মতিয়ার রহমান স্থানীয় রাজনিতীর শিকার যার কারনে আজ তিনি কারাগারে,নসিমন চালক ও চাল ব্যবসায়ী মোঃশাহাবুর নিজেও সত্য ঘটনা তুলে ধরেছে এবং চাল ব্যবসায়ী মোঃশাহাবুর নিজে অন্য ব্যক্তিদের থেকে এ চাল ক্রয় করেছেন কিন্তু সত্য না জেনে নির্দোশীদের অপরাধী বানিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান,স্বজন’রা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *