যশোর প্রতিনিধি ঃ যশোরের বেনাপোলে দুবৃত্তদের হামলায় এক বিএনপি’র কর্মী নিহত হয়েছে। বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য উপজেলার গাজীপুর গ্রামের ফারাজ আলী মোড়লের ছেলে মোঃ আব্দুল আলী দুবৃত্তদের হামলায় নিহত হয়েছে।
নিহত আব্দুল আলী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
নিহতর লাশ তার গ্রামের পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সূত্র জানায়, উল্লেখ্য গত ৪ ই আগস্ট ২০২২ ভোলায় নিহত বিএনপি কর্মী নূরে আলমের রুহের মাগফেরাত কামনায় বেনাপোল বাজারে মিলন চেয়ারম্যানের মার্কেটের উপরে বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
পরে অবস্থার উন্নতি হলে তাকে পঙ্গু সেবা ক্লিনিক বেনাপোলে স্থানান্তর করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গতকাল হঠাৎ পেটে ব্যথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে আবার বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় তিনি মৃত্যুবরণ করেন।
