সুমন হোসেন,(যশোর) ঃ
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
যশোর বিমান অফিস মোড়, পালবাড়ী মোড় ও ঘোপ নওয়াপাড়া, সদর উপজেলা এলাকায় ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ২৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিমান অফিস মোড় এলাকায়
গ্যাস বিপণী দোকানে এলপি গ্যাসের মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে গ্যাস বিক্রি করার দায়ে ২,০০০ টাকা জরিমানা।
ঘোপ নওয়াপাড়া এলাকার অনন্যা ঘোষ ডেয়ারীর ক্ষতিকর রং এর ব্যবহার এবং মিষ্টি তৈরির জন্য প্রস্তুতকৃত চিনির সিরায় মাছি ও পোকার উপস্থিতি থাকায় ২০,০০০ টাকা জরিমানা।
নিলয় বেকারীর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির জন্য ৫,০০০ টাকা জরিমানা। মোট ২৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে এলপি গ্যাসের দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব। সার্বিক সহযোগিতা করেন ক্যাব, যশোর-এর সদস্য মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে এটি একটা চলমান প্রক্রিয়া বলে জানান কতৃপক্ষ।
