১ কোটি ৪০ লাখ টাকার ত্রাণ ফিরিয়ে দিল পাকিস্তান

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশের এক কোটি ৪০ লাখ টাকার ত্রাণ ফিরিয়ে দিল পাকিস্তান। কিছু অসমর্থিত সূত্র মতে, বিশ্ব পরিমণ্ডলে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, এমন আশঙ্কায় বাংলাদেশের এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বন্যাদুর্গত পাকিস্তান বা পাকিস্তানি সেনাবাহিনী।

বন্যাকবলিত লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে যখন দিনাতিপাত করছে, তখন বাংলাদেশ ত্রাণ সহায়তার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি পাকিস্তান। ১২ সেপ্টেম্বর বন্যাকবলিত পাকিস্তানে মানবিক ত্রাণ সহায়তা তহবিলের অনুমোদন দেয়। ওই দিন দেশটিতে ১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ১০ হাজার ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকার ( যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ৩কোটিও বেশী) তহবিলের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার।

তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ নিয়ে কোন তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ এবং পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে যাই হোক ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশের কাছে শোচনীয় হারের পর, আবার আমাদের কাছ থেকেই ত্রাণ গ্রহণ করাটা হয়ত এখনো পাকিস্তানিরা মেনে নিতে পারছেনা। তাই তাদের ৫০ বছর আগের নাক উচু স্বভাবটা এখনো বজায় রাখছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *