নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম এর প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ মিনহাজ-উল-ইসলামের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মুন্সীগঞ্জ থানার একাধিক টিম ঘটনাটি তদন্ত শুরু করেন এবং বিশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের বিভিন্ন জেলা হতে গ্রেফতার করতে সক্ষম হয় মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
