মামুন মোল্লা (খুলনা) ঃ মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, শিরোমনি পুলিশ লাইন্স, খুলনা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২২ এর কনস্টবল হতে নায়েক-এটিএসআই, নায়েক হতে এএসআই (সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২২ এর ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা। পুলিশ সুপার, খুলনা পরীক্ষা পরিচালনা কমিটিসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প পরিদর্শণ করেন।
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বাগেরহাট, মোঃ রাশেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), খুলনা, আরআই, পুলিশ লাইন্স, খুলনা।