গোপালগঞ্জ বাস মালিক সমিতির দু ‘গ্রুপের সংঘর্ষঃ আহত ৮ জন, মটরসাইকেল ভাংচুর

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আজ বিকাল ৩ টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন মোড় কুয়াডাঙ্গা বাস স্টান্ড নতুন বাস স্টান্ডে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জন আহত হয় এবং উভয় পক্ষের কয়েকটি মটর সাইকেল ভাংচুর হয়।


বিজ্ঞাপন

জানা গেছে,  আগামী ২০ মে গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি গ্রুপ থেকে নির্বাচন করেছে। মাসুম শিকদার – কামিল সারোয়ার গ্রুপ ইলিয়াস – লিটন গ্রুপ। আজ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। এ বিষয় নিয়ে পুলিশ লাইন মোড়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ও পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের মধ্যে ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হলেন মোঃ তাওহিদুর রহমান(৩৫) নবীন (১৬) শান্ত শেখ (১৮) এবং সজীব শেখ (২৭)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *